Skip to content

প্রয়াত সিপিএম নেতা হরেকৃষ্ণ সামন্তর দেহদান করা হল মেদিনীপুর মেডিক্যাল কলেজে!

1 min read

পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : প্রয়াত সিপিএম নেতা হরেকৃষ্ণ সামন্তর দেহদান করা হল মেদিনীপুর মেডিক্যাল কলেজে। শনিবার বয়সজনিত কারনে মৃত্যু হয় পশ্চিম মেদিনীপুর জেলা সিপিএমের নেতা তথা সবংয়ের বাসিন্দা হরেকৃষ্ণ সামন্তর। রবিবার তাঁর দেহ নিয়ে যাওয়া হয় জেলা পার্টি অফিসে। সেখানে শেষ শ্রদ্ধা জানান, প্রবীণ সিপিএম নেতা দীপক সরকার থেকে জেলা সিপিএমের সম্পাদক সুশান্ত ঘোষ ও অন্যান্য নেতৃত্ব। তারপরই শোক মিছিল করে তাঁর দেহ নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সিপিএম সূত্রে জানা গিয়েছে, মরনোত্তর দেহদানের অঙ্গীকার করেছিলেন তিনি। তাই মৃত্যুর পর তাঁর দেহ দান করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

Latest