পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া ২ নম্বর অঞ্চলের উপরডাঙ্গা এলাকায় বনদপ্তরের অনুমতি ছাড়াই অবৈধভাবে গাছ কাটার অভিযোগ বেশ কয়েকজনের বিরুদ্ধে। অবৈধ ভাবে গাছ কাটার পেছনে মদত রয়েছে স্থানীয় তৃণমূলের নেতাদের বিরুদ্ধে। এমনটাই অভিযোগ তুলছেন এলাকার মানুষজন। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা তথা চাঁদড়া ২নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সোমনাথ দে সহ কয়েকজন তৃণমূল নেতার মদতে এই গাছ কাটা হয়েছে। এর আগেও এভাবে ২/৩ বার অনুমতি ছাড়াই গাছ কাটা হয়েছে বলে অভিযোগ।
যদিও অভিযুক্ত তৃণমূল নেতা সোমনাথ দে জানান, তিনি এসবের সঙ্গে কোনভাবেই যুক্ত নন। কেন তার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, সেব্যাপারে তিনি কিছু জানেন না।অন্যদিকে এবিষয়ে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি জানান, বিষয়টি নিয়ে বনদপ্তর খতিয়ে দেখে ব্যবস্থা নিতে বলা হয়েছে, বেআইনি ভাবে গাছ কাটা হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।