Skip to content

পশ্চিম মেদিনীপুর জেলার প্রদ্যোৎ স্মৃতিসদনে DMMU তরফে আয়োজিত হল SHG মেগা ক্রেডিট ক্যাম্প!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আনন্দধারা প্রকল্পের মাধ্যমে গ্রামীণ মহিলারা স্বনির্ভর হওয়ার সুযোগ পাচ্ছেন। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার প্রদ্যোৎ স্মৃতিসদনে DMMU তরফে আয়োজিত হল SHG মেগা ক্রেডিট ক্যাম্প। সারা জেলা জুড়ে আজকের এই দিনটিকে প্রত্যেকটি ব্লক ও ব্যাংকের মেগা ক্রেডিট দিবস হিসেবে উদযাপিত হচ্ছে।জেলাশাসক খুরশিদ আলী কাদরী প্রদীপ প্রজ্জ্বলন মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।বৃহস্পতিবার ২৭৭.৭৪ কোটি টাকার লোন বিভিন্ন ব্যাংক থেকে ৫২৭৩ স্বনির্ভর দলকে প্রদান করা হয়। আগামী ৬ থেকে ৭ দিনের মধ্যে আরও ৫০ কোটি টাকার লোন ব্যাংক গুলি প্রদান করবে বলে জানায়। বর্তমান অর্থবর্ষে পশ্চিম মেদিনীপুরে এন্টারপ্রাইজ ফিনান্স লোনের ১১৫.২৭ কোটি লক্ষ্য মাত্রা রয়েছে । বৃহস্পতিবার বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার প্রদ্যোৎ স্মৃতিসদনে মেগা ক্রেডিট ক্যাম্প অনুষ্ঠান থেকে স্বনির্ভর দলের ৫০ জন মহিলাদেরকে মোট ৭৫ লক্ষ টাকা এন্টারপ্রাইজ ফিনান্স এর লোন প্রদান করা হয়।অনুষ্ঠান মঞ্চ থেকে জেলার বিভিন্ন প্রান্তের স্বনির্ভর গোষ্ঠীগুলির হাতে ব্যাঙ্কঋণের অনুমোদনের ডামি চেক তুলে দেন পশ্চিম মেদিনীপুর জেলাশাসক খুরশিদ আলী কাদরী।মোট ৪২৮টি স্বনির্ভর গোষ্ঠী দল ৩৪কোটি টাকার ঋণ পেয়েছে। এর সাথে ব্লক স্তরের স্বনির্ভর দলের ৫৩ জন মহিলা ৬৫ লক্ষ টাকা এন্টারপ্রাইজ ফিনান্স লোন পেয়েছে।
উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ সভাধিপতি প্রতিভা রানি মাইতি, জেলাশাসক খুরশিদ আলি কাদরি, ও ব্যাঙ্কের প্রতিনিধিরা।

Latest