পূর্ব মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : আজ ১ লা ডিসেম্বর রবিবার পূর্ব মেদিনীপুর জেলার বাজকুল সংলগ্ন পোড়াচিংড়া এলাকায়(আনন্দ কমপ্লেক্স) অবস্থিত সরকার অনুমোদিত সিওর সাকসেস একাডেমিতে অনুষ্ঠিত হয়েছিল বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান।এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিথি অধ্যাপক,সমাজ-মনো বিশ্লেষক এবং লেখক মাননীয় জয়দেব বেরা মহাশয়।উপস্থিত ছিলেন একাডেমির কর্ণধার মাননীয় শুভেন্দু জানা মহাশয়,ডাইরেক্টর নন্দিনী জানা ও ডাক্তার উত্তম কুমার সাউ মহাশয় সহ ছাত্র-ছাত্রীরা এবং অভিভাবকগণ।সাংস্কৃতিক অনুষ্ঠান,ক্যারিয়ার কাউন্সেলিং,পড়াশোনা ও মানসিক সমস্যা জনিত কাউন্সেলিং,সার্টিফিকেট প্রদান সহ অন্যান্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাবর্তন অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছিল।