Skip to content

ভোগপুর স্টেশন সংলগ্ন দোকান বা গুমটি উচ্ছেদের পরিকল্পনা রুখে দিল ক্ষুদ্র দোকানদারেরা!

1 min read

নিজস্ব সংবাদদাতা :  দক্ষিণ পূর্ব রেলওয়ে অন্তর্গত ভোগপুর একটি গুরুত্বপূর্ণ স্টেশন। ওই স্টেশন সংলগ্ন ৩৫টি ছোট দোকান বা গুমটি করে স্থানীয়রা কোনরকমে ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। গত ২ ডিসেম্বর কোলাঘাটের রেলের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার(ওয়ার্কস) দপ্তর আর পি এফ এর ও.সি.কে একটি চিঠি দিয়ে রেল লাইন সংলগ্ন দোকানগুলি আজ উচ্ছেদ করার পরিকল্পনা নেন। অভিযোগ রেলের ট্র্যাক থেকে ৩ মিটারের মধ্যে ওই দোকানগুলির কয়েকটির খানিক অংশের নির্মাণ রয়েছে। প্রায় ১৫ দিন পূর্বে দপ্তরের পক্ষ থেকে রেলের ট্র্যাক থেকে অন্তত ৩ মিটার সরে যাওয়ার নির্দেশ দেন ভোগপুর দোকানদার কল্যাণ সমিতির সদস্য ওই দোকানদারদের। সেই নির্দেশমত ওই দূরত্বে থাকা বুদ্ধদেব দাস,উত্তম কুন্ডু, দেবব্রত কর,টুনটুনি ঘোড়ই,রবি দাস, বাপি মাহাতো প্রমূখদের ৬ টি দোকান/গুমটির খানিক অংশ ভেঙে নিয়ে ৩ মিটার ফাঁকা করে দেন। তা সত্ত্বেও রেল দপ্তরের পাঁশকুড়ার এ ডি ইন, কোলাঘাটের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার (ওয়ার্কস) সহ আর পি এফ এর বিশাল বাহিনী দোকান ভাঙার সরঞ্জাম নিয়ে আজ সকাল দশটা নাগাদ স্টেশনে হাজির হলে এলাকায় উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে হাজির হন ওই কল্যাণ সমিতির নেতৃবৃন্দরাও। দু পক্ষের বাদানুবাদের পর রেল কর্তৃপক্ষ অবশেষে পিছু হটে তাদের দোকান উচ্ছেদের পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়। ওই সমিতির ভোগপুর শাখার সম্পাদক দিলীপ দিন্ডা বলেন,আমরা গরীব মানুষরা বেকার সমস্যার এই সময়ে কোন কর্মসংস্থানের সুযোগ না পেয়ে স্থানীয়দের কোন অসুবিধে না করেই কোনও রকমে গুমটি করে দীর্ঘদিন ধরে জীবিকা নির্বাহ করছি। সমিতির নেতৃত্ব মধুসুদন বেরা বলেন,আমরা চাই-রেল কর্তৃপক্ষ ওই স্থান ঐ ক্ষুদ্র দোকানদের লিজ দেওয়ার বন্দোবস্ত করুক। এই দাবীতে আমরা সমিতির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছি।

Latest

পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর অর্জুনী পল্লী উন্নয়নী জ্ঞান মন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিনামূল্যের চক্ষু পরীক্ষা শিবির  কর্মসূচী!