Skip to content

পূর্ব মেদিনীপুর জেলার এগরার পুরপ্রধান স্বপন নায়ককে গ্রেপ্তার করে পুলিশ!

নিজস্ব সংবাদদাতা : বেআইনিভাবে সরকারি জমি হস্তান্তর করে রাজ্যের রাজস্ব ক্ষতির অভিযোগে পূর্ব মেদিনীপুরের এগরা পুরসভার পুরপ্রধান স্বপন নায়ককে গ্রেপ্তার করল এগরা থানার পুলিশ। কলকাতা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ২রা জানুয়ারী শুক্রবার রাতে কলকাতা থেকে পূর্ব মেদিনীপুর জেলার এগরার পুরপ্রধান স্বপন নায়ককে গ্রেপ্তার করে পুলিশ। এবিষয়ে জেলা পুলিশ সুপার মিতুন কুমার দে জানিয়েছেন, এক নম্বর খতিয়ানের অন্তর্ভুক্ত সরকারি জমি বেআইনিভাবে হস্তান্তরের মাধ্যমে সরকারি রেভিনিউ বা রাজস্ব ক্ষতির অভিযোগ উঠেছিল স্বপন নায়কের বিরুদ্ধে। এই ঘটনায় গত ২০ ডিসেম্বর এগরা থানায় একটি দুর্নীতির মামলাও দায়ের করা হয়। অভিযোগ দায়ের করেছিলেন এগরা ১ এলাকার বিএলআরও। পুলিশ জানিয়েছে, ধৃত স্বপন নায়ককে আজ শনিবার আদালতে তোলা হবে এবং পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে। তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে দাবি করেছে পুলিশ।

Latest