Skip to content

হলদিয়ায় অনুষ্ঠিত হচ্ছে সিটু'র ত্রয়োদশ পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন!

পূর্ব মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : শিল্পনগরী ও বন্দরনগরী পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় অনুষ্ঠিত হচ্ছে সর্বভারতীয় বামপন্থী শ্রমিক সংগঠন সিটুর ত্রয়োদশ পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন। তিন দিনের এই সম্মেলনে বৃহস্পতিবার শুরু হয়েছে সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদানের মধ্য দিয়ে। এর আগে বুধবার ভীড়ে ঠাসা প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়।সম্মেলন উপলক্ষ্যে সিটুর তরফে হলদিয়ার নামকরণ করা হয়েছে প্রয়াত বাসুদের আচারিয়া ও নেপালদেব ভট্টাচার্যের স্মরণে।

সম্মেলন মঞ্চের নামকরণ করা হয়েছে প্রয়াত তরুণ ভরদ্বাজ, বিবেক চৌধুরী ও শেখ ইসলামের স্মরণে। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সংগঠনের সর্বভারতীয় সভানেত্রী কে হেমলতা। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন রাজ্য সাধারণ সম্পাদক অনাদি সাহু। সভাপতিত্ব করছেন রাজ সভাপতি সুভাষ মুখার্জির নেতৃত্বে গঠিত সভাপতি মন্ডলী।

Latest