Skip to content

পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের একাধিক প্রতিমা ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য!

1 min read

নিজস্ব সংবাদদাতা : ঘটনাটি ঘটেছে ৫ই জানুয়ারী সোমবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের গড়কমলপুর গ্রামে। একাধিক প্রতিমা ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সামনেই সরস্বতী পুজো, তার আগে এই ঘটনায় একদিকে যেমন মাথায় হাত মৃৎশিল্পীদের, তেমনই ঘটনার নেপথ্যে ‘গভীর ষড়যন্ত্র’ ও ‘ব্যবসায়িক শত্রুতা’র তত্ত্ব নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দড়ি টানাটানি। স্থানীয় সূত্রে খবর, গড়কমলপুর গ্রামের ক্যানেলপাড় সংলগ্ন কাঁঠাল পট্টি এলাকায় বেশ কিছু প্রতিমা তৈরির কাজ চলছিল। সোমবার সকালে কারিগররা কাজে এসে দেখেন, সরস্বতী ও কালী প্রতিমা-সহ একাধিক মূর্তি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। শিল্পীদের অনুমান, ৪ঠা জানুয়ারী রবিবার গভীর রাতে অন্ধকারের ঠান্ডার মধ্যে সুযোগ নিয়ে দুষ্কৃতীরা এই তান্ডব চালিয়েছে। কয়েকদিন পরেই বাগদেবীর আরাধনা, তার আগে আগাম বায়না নেওয়া প্রতিমাগুলি নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা অবস্থা ব্যবসায়ীদের।ক্ষতিগ্রস্ত মৃৎশিল্পীরা ইতিমধ্যেই মহিষাদল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁদের দাবি, "সামনে পুজো, এই সময়ে এমন ঘটনা শুধু আর্থিক ক্ষতি নয়, মানুষের ধর্মীয় ভাবাবেগেও আঘাত। যারা এই কাজ করেছে, তাদের দ্রুত গ্রেফতার করা হোক।

Latest