নিজস্ব সংবাদদাতা : নন্দীগ্রামে বিজেপি কর্মী গ্রেফতার ও পরিবারের হেনস্থার অভিযোগ ঘিরে উত্তেজনা। দিনদুয়েক আগে তৃণমূলের ‘উন্নয়নের পাঁচালি’-র টোটো ভাঙচুরের ঘটনায় এক বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানার পুলিশ। শুধু তা-ই নয়, ওই বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী-পুত্রকে হেনস্থার অভিযোগও উঠেছে পুলিশের বিরুদ্ধে। থানায় গিয়ে পুলিশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাইকোর্টে যাওয়ারও ঘোষণা।শুভেন্দু অধিকারীর অভিযোগ, সিভিল ড্রেসে পুলিশ রাতের অন্ধকারে গিয়ে তাণ্ডব চালিয়েছে।

থানার মধ্যেই তিনি ক্ষোভ উগরে দিয়ে বলেন, “চটি পায়ে পুলিশ গিয়ে এই কাজ করেছে। তৃণমূল আর আই-প্যাক পুলিশকে পড়াশোনা করিয়েছে কি না জানি না। এপ্রিলের পর মমতা বন্দ্যোপাধ্যায়, আই-প্যাক, কেউই থাকবে না। যা করছেন তার ফল ভোগ করতে হবে।”বিরোধী দলনেতার দাবি, নন্দীগ্রামে বিজেপি নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা করা হচ্ছে। তাঁর বক্তব্য, “৪০০টি মিথ্যা মামলা দেওয়া হয়েছে। পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানকে দলে যোগ দেওয়ার জন্য আইসি চাপ দিয়েছিলেন। তিনি যোগ না দেওয়ায় পুরনো মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। এই বিষয়ে আমার কাছে তথ্য রয়েছে।”