নিজস্ব সংবাদদাতা : পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় ময়নাডাল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। অভিযোগ, আইসিডিএস কেন্দ্রের রান্না করা খিচুড়িতে মেলে মরা পচা টিকটিকি।এই ঘটনায় মোট ১১ জন শিশুকে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে বলে জানা গিয়েছে।ঘটনাকে ঘিরে আইসিডিএস কেন্দ্রের বিরুদ্ধে তীব্র গাফিলতির অভিযোগ উঠেছে।

রান্নার সময় কীভাবে খিচুড়ির মধ্যে টিকটিকি পড়ল এবং পরিবেশনের আগে তা কেন নজরে এল না, তা নিয়ে প্রশ্ন তুলছেন অভিভাবকরা। আইসিডিএস কেন্দ্রের শিক্ষিকা ও রাঁধুনিদের ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পাঁশকুড়া ১ নম্বর ব্লকের বিডিও মোহন বর্মা। তিনি পরিস্থিতি খতিয়ে দেখেন এবং বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দেন। প্রশাসনের পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।