নিজস্ব সংবাদদাতা : ভুয়ো CBI'র খপ্পরে পড়ে প্রতারণার শিকার হয়ে ৬ লক্ষ টাকা হারালেন পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের প্রাক্তন অধ্যাপিকা । পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানায় অভিযোগ দায়ের করেন। প্রবাসী বাঙালি, লখনউ মিউজিক কলেজের প্রফেসর ডক্টর জয়শ্রী রায়। তার মেয়ে দেবশ্রী রায় চক্রবর্তী মহিষাদল গার্লস কলেজের অধ্যাপক। তিনি তমলুকের এক আবাসনে থাকেন। তার অভিযোগ গত ২২ ডিসেম্বর এক অপরিচিত নাম্বারে ফোন আসে দিল্লি থেকে। তারা বলেন যে CBI থেকে বলছি।প্রায় ৮০কোটি টাকার ঘোটালা মামলা তার নামে রয়েছে। শুধু আপনার নয় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নরেশ গোবেল সহ আপনি- তিনজনের নামে সিবিআই মামলা হয়েছে। আপনি সশরীরে দিল্লি সিবিআই অফিসে যোগাযোগ করুন। এরপরে বাড়িতে গৃহবন্দি করে রাখেন ওরা। বাইরে কারোর সাথে কথা বলতে দেয়নি। প্রায় ২ দিন গৃহবন্দী করে তারা। এরপর ছয় লক্ষ টাকা দাবি করেন। এরপর একাউন্টে টাকা পাঠানোর কথা বলে। অভিযুক্ত ভয় পেয়ে ছয় লক্ষ টাকা RTGS করেন। পরে জানতে পারেন তিনি প্রতারণার স্বীকার হয়েছেন ।এরপর তমলুক থানার দ্বারস্থ হন। এ নিয়ে তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন।