পূর্ব মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : নীল ষষ্ঠী উপলক্ষে শিবের মাথায় জল ঢালার রেওয়াজ রয়েছে এ বাংলায়। সারাদিন উপোস থেকে শিব লিঙ্গের মাথায় ডাবজল, দুধ ও জল ঢালে পুণ্যার্থীরা।আর সেই শিবের মাথায় জল ঢালতেই বন্দে ভারত এক্সপ্রেসের মডেল কাঁধে নিয়ে শিব মন্দিরের দিকে এগিয়ে চলেছেন তমলুকের একদল ভক্ত । তমলুকের একদল ভক্ত সবং ব্লকের মোহাড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাসুলিয়া শিব মন্দিরে জল ঢালতে যান বন্দেভারত এক্সপ্রেসের মডেল কাঁধে নিয়ে । গন্তব্য পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের মোহাড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাসুলিয়া এলাকার শিব মন্দির । আর বন্দেভারত এক্সপ্রেসের মডেল কাঁধে নিয়ে জল ঢালতে যাওয়া দেখতে গ্রামের মানুষ রাস্তার দুদিকে ভিড় জমিয়ে ছিল । আসলে ভোলে বাবার শোভাযাত্রায় কিছু ভক্তরা কাঁধে বাকের আদলে একটি বন্দে ভারতের মডেল বানান। আর সেটিকেই ভোলে বাবার জয়গান করতে করতে নিয়ে যান।