Skip to content

পূর্ব মেদিনীপুর জেলার এগরার ঝাটুলাল হাইস্কুলে আরজি কর কাণ্ডকে ঘিরে প্রশ্নপত্র নিয়ে রাজনৈতিক বিতর্ক!

নিজস্ব প্রতিবেদন : পূর্ব মেদিনীপুর জেলার এগরার ঝাটুলাল হাইস্কুলের একাদশ শ্রেণির সেমিস্টার চলছে। সোমবার ছিল রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা। আর এই পরীক্ষার প্রশ্নপত্রের ৫ নম্বর পেজের ৪০ নম্বর প্রশ্ন ঘিরে বিতর্ক তৈরি হয়। দেখা যাচ্ছে প্রশ্নে লেখা, 'শিক্ষা আমার মৌলিক অধিকার। আমি অভয়া (তিলোত্তমা) অনেক আশা ও স্বপ্ন নিয়ে আরজি কর মেডিক্যাল কলেজে উচ্চশিক্ষার জন্য ভর্তি হয়েছিলাম।জানা যাচ্ছে, এগরার ঝাটুলাল হাইস্কুলের একাদশ শ্রেণির সেমিস্টার চলছে। সোমবার ছিল রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা। আর এই পরীক্ষার প্রশ্নপত্রের ৫ নম্বর পেজের ৪০ নম্বর প্রশ্ন ঘিরে বিতর্ক তৈরি হয়। দেখা যাচ্ছে প্রশ্নে লেখা, ‘শিক্ষা আমার মৌলিক অধিকার। আমি অভয়া (তিলোত্তমা) অনেক আশা ও স্বপ্ন নিয়ে আরজি কর মেডিক্যাল কলেজে উচ্চশিক্ষার জন্য ভর্তি হয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য আমার। আমায় মেডিক্যাল কলেজের মধ্যে পাশবিক অত্যাচার করে খুন করা হয়েছে। আমার সঠিক বিচার হোক। উপরে বর্ণিত শিক্ষার অধিকারটি সংবিধানের কোন ধারায় আছে?’ এরপর উত্তর দেওয়ার জন্য চারটি অপশন দেওয়া রয়েছে। আর এই প্রশ্ন নিয়েই শুরু চাপাউতোর।

Latest