Skip to content

পূর্ব মেদিনীপুরের তমলুকের জনসভায় তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি!

পূর্ব মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : এদিন তমলুকেও জনসভা ছিল তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে জনসভায় নন্দীগ্রামের স্মৃতিচারণা করেন মমতা ব্যানার্জি। তীব্র কটাক্ষ করেন অভিজিৎ গাঙ্গুলিকে। নন্দীগ্রাম প্রসঙ্গে নাম না করে বাবা–ছেলে অর্থাৎ শিশির–শুভেন্দুকে নিশানা করেন মমতা ব্যানার্জি। তীব্র গরমে সাত দফায় ভোট করানোর জন্য কমিশনকে দুষে মমতার প্রশ্ন, ‘‌মেদিনীপুরের রোদে একবার দাঁড়িয়ে দেখুন।’‌ সবশেষে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে তীব্র কটাক্ষ করেন ।নাম না করে ‘‌গদ্দার’‌ সম্বোধন করে মমতা ব্যানার্জি বলেন, ‘‌মেদিনীপুরে একটা গদ্দার আছে। বলেছিল বোমা ফাটাবে। তারপর ২৬ হাজার শিক্ষকের চাকরি খেয়ে নিল। এবার স্কুলগুলি চলবে কী করে?‌’‌ তার কথায়, ‘‌ভোটে যাতে কর্মীরা ডিউটি করতে না পারে, তাই এই কাণ্ড ঘটিয়েছে বিজেপি।’‌ তার দাবি, ‘‌আমরা চাকরি দিচ্ছি, আর ওরা চাকরি খাচ্ছে।’‌

Latest

খড়গপুরে বন্ধুদের সাথে চা খাওয়ার সময় তারা দুষ্কৃতী মাতালদের হামলার শিকার পুলিশের আইবি শাখায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু!