Skip to content

আর জি কর হাসপাতালে ১৪ আগষ্ট রাত ১২ টার পর দুষ্কৃতি তাণ্ডবের প্রতিবাদে রাজ্যজুড়ে ১৬ আগস্ট এস ইউ সি আই(সি)'র আহ্বানে দলমত নির্বিশেষে ১২ ঘন্টার সাধারণ ধর্মঘট পালন করার আহ্বানে সামিল হওয়ার জন্য ঘাটাল মহকুমাবাসীর কাছে আবেদন!

নিজস্ব প্রতিবেদন : এস ইউ সি আই(কমিউনিস্ট)দলের ঘাটাল মহকুমা কমিটির আহ্বানে আজ ঘাটালের অন্নপূর্ণা আর্কেডে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন দলের মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন জানা,জেলা সম্পাদকমন্ডলীর সদস্য সুজিত মাইতি প্রমুখ। সম্মেলনে অঞ্জন জানা বলেন,কলকাতার আর জি কর মেডিকেল কলেজে একজন মহিলা ডাক্তারের যৌন নিগ্রহ ও নিষ্ঠুর হত্যাকাণ্ডের প্রতিবাদে শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের সর্বত্র মেডিকেল পেশায় যুক্ত সবাই আন্দোলন করে যাচ্ছেন এবং সর্বস্তরের জনগণ এই আন্দোলনকে সর্বান্তকরণে সমর্থন করছেন, এমনকি মহিলারাও হাজারে হাজারে মাঝরাতে রাস্তায়- রাস্তায় অবস্থান-বিক্ষোভ করেছেন।
এই পরিস্থিতিতে হঠাৎ মাঝরাতে পুলিশী নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে আচমকা সরকারি মদতপুষ্ট অ্যান্টিসোস্যালরা আর জি কর মেডিকেল কলেজে অবস্থানরত ডাক্তারদের ধর্ণা মঞ্চ ভেঙ্গে গুঁড়িয়ে দেয় এবং ছাত্র-ছাত্রীদের উপরে নির্বিচারে হামলা চালায়। শুধু তাই নয়,হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঢুকে ভাঙচুর করে।

আমরা আন্দোলনকারী ডাক্তার ছাত্রদের উপরে এই নৃশংস হামলার তীব্র নিন্দা করছি। আর জি করে আন্দোলনরত ডাক্তার ছাত্রদের দাবির সমর্থনে এবং এই হামলার প্রতিবাদে আজ ১৫ আগস্ট হামলার ঘটনার ধিক্কার জানিয়ে সর্বত্র কালো ব্যাজ ধারণ এবং দলমত নির্বিশেষে মহকুমাবাসীকে তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে ১৬ আগস্ট,শুক্রবার, সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ১২ ঘন্টা সাধারণ ধর্মঘট সফল করার আহ্বান জানাচ্ছি।

Latest