নিজস্ব প্রতিবেদন : রাজনীতি ও প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী শিল্প-চর্চার কথা কারও অজানা নয়। ছবি আঁকা থেকে শুরু করে কবিতা লেখা, গান লেখা… সব দিকই সমানভাবে সামলান মুখ্যমন্ত্রী। সোমবার নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে বিজয়া সম্মিলনীতে গিয়ে মুখ্যমন্ত্রী জানালেন, তিনি ঘর মোছা, কাপড় কাচা, রান্না করা, মাছ ধরা, ধান রোপণ… সবই জানেন। আজ সেই কথাও বললেন মুখ্যমন্ত্রী। বললেন, “আমার একটা কবিতার বই বেরল, এক হাজার কবিতা।”মুখ্যমন্ত্রী জানালেন, তিনি সোয়েটার বোনাতেও পটু। বললেন, “অনেকে জানে না। আমি একদিনে একটা করে সোয়েটার বুনতাম। রান্না করতেও খুব ভালবাসি। আন্দোলন করতেও ভালবাসি। আবার ঝগড়া করতেও ভালবাসি। অপ্রিয় সত্য বলতেও ভালবাসি।” বাংলায় একটি প্রচলিত কথা আছে, ‘মেয়েরা শুধু রাঁধে না, চুলও বাঁধতে জানে।’
রান্না করতে ভালবাসি, সেই কথাও বললেন বাংলার মুখ্যমন্ত্রী!
