Skip to content

বিধায়ক তথা MKDA এর চেয়ারম্যান দিনেন রায়ের ভাই রবীন্দ্রনাথ রায় সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা ।আবারও অসাবধানতা বা অসচেতনতার বলি এক। চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা ফসকে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল রথীন্দ্রনাথ রায় নামে এক ব্যাক্তির। ঘটনাটি ঘটেছে শুক্রবার মেদিনীপুর স্টেশনে। রেল পুলিশ সুত্রে জানা যায়, এদিন সকাল সাড়ে ৬টা ৪০ নাগাদ খড়্গপুর - আসানসোল ট্রেনে রথীন্দ্রনাথ বাবু তাঁর স্ত্রীকে ছাড়তে এসেছিলেন। সেই সময় ট্রেনে উঠে স্ত্রীর সঙ্গে কথা বলার সময় ট্রেনটি ছেড়ে দেয়। এরপরই তড়িঘড়ি চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা ফসকে ট্রেনের তলায় পড়ে যান রথীন্দ্রনাথ বাবু। ফলত ট্রেনের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।প্রসঙ্গত, মৃত রথীন্দ্রনাথ রায় আনুমানিক বয়স ৬০, রবীন্দ্রনাথ রায় সম্পর্কে খড়্গপুর গ্রামীণ বিধানসভার বিধায়ক তথা MKDA এর চেয়ারম্যান দিনেন রায়ের ভাই ছিলেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিধায়ক দীনেন রায়, মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান, জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা সহ অন্যান্যরা। ঘটনার পরে রেল পুলিশের তরফে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। ঘটনায় শোকের ছায়া শহর জুড়ে।

Latest