Skip to content

অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেয়েছে "মানিকবাবুর মেঘ" সিনেমাটি!

নিজস্ব সংবাদদাতা :  এক সঙ্গে ৪টি শহরে মুক্তি পাচ্ছে অভিনন্দন বন্দোপাধ্যায়ের পরিচালিত প্রথম ছবি 'মানিকবাবুর মেঘ'। কলকাতা, মুম্বই, বেঙ্গালুরু, নয়ডা এবং গুরগাঁওয়ে মুক্তি পাচ্ছে সিনেমাটি। প্রসঙ্গত, ব্যস্ত শহরের বুকে একা একজন মানুষের জীবনের গল্প বলছে এই ছবি। একাকিত্ব কতটা যন্ত্রণা হতে পারে তা দেখানো হবে এই ছবিতে। তবু সবকিছুর মাঝেই একা লড়াইয়ের মাঝেই প্রেমও আসবে একটা সময় একাকী মানুষের জীবনে। অভিনন্দনের প্রথম ছবিতে সাদা-কালোয় এক অনবদ্য মুহূর্ত ফুটে উঠবে বলে আশাবাদী সকলেই।নিজের একাকিত্ব বা অপ্রাপ্তি নিয়ে মানিকবাবুর আর তেমন হেলদোল নেই, ছবির শুরুতেই বোঝা যায়। বৃদ্ধ বাবার (নিমাই ঘোষ) প্রতি রোজকার দায়িত্ব পালন করে। সকালে তার ঘুম ভাঙিয়ে, ব্রাশ করিয়ে, মুখ ধুইয়ে বিছানায় বসিয়ে দেয়। তারপর বহু পুরনো সংবাদপত্র হাতে ধরিয়ে দেয়, যেন সদ‌্য দিয়ে গেছে কাগজওয়ালা। তারপর বাজার-রান্না। নিজে কাজে বেরনোর আগে বাবাকে ভাত খাওয়ানো। একই থালায় নিজেও খেয়ে নেয়। বাবা খোঁজ নেন নেতাজি ফিরলেন কি না। খাওয়া শেষে বাবার মুখ মুছিয়ে, হিসি করিয়ে শুইয়ে দেয়। বিকেল নামার আগেই মশারির আঁধার ঘরে বাবা-কে রেখে মানিকবাবু বেরয় কাজে।এই ছবির নিবেদনে অনির্বাণ ভট্টাচার্য, তাঁর কণ্ঠে শেষভাগে ‘তোমার আমার গল্প হত’ গানটা বিস্তীর্ণ চরাচরে নরম জ্যোৎস্নার মতো। এমন নিচু তারে বাঁধা অন্তর্লীন আবেগের ছবি প্রযোজনা করার জন‌্য কুর্নিশ বৌদ্ধায়ন ও মোনালিসা মুখোপাধ‌্যায়কে। ডেবিউ পরিচালক অভিনন্দনের সংবেদনশীল মন সুন্দর চিত্ররূপ দিয়েছে এ গল্পের। অনুপ সিংয়ের ক‌্যামেরায় যত্নের ছাপ স্পষ্ট। 

Latest