Skip to content

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো অবিভক্ত মেদিনীপুর জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের!

নিজস্ব সংবাদদাতা : হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর তথা অবিভক্ত মেদিনীপুর জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের। ১০ই নভেম্বর সোমবার ভোররাতে ঘুমের মধ্যেই তাঁর হৃদযন্ত্র বিকল হয় বলে জানা গিয়েছে। দ্রুত তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

মাত্র ৪২ বছর বয়সি এই প্রতিভাবান নৃত্যশিল্পী ও প্রশিক্ষকের মৃত্যুতে শোকস্তব্ধ মেদিনীপুরের বাসিন্দারা। শোকাহত তাঁর অসংখ্য ছাত্র-ছাত্রীরা। মেদিনীপুর শহরের বাসিন্দা রাজীব খান 'ভারতনাট্যম' ঘরানার একজন সুপ্রতিষ্ঠিত নৃত্যশিল্পী হলেও আধুনিক সহ যেকোন নৃত্যেই অত্যন্ত পটু ছিলেন। তাঁর স্ত্রী সহেলী বেরা খানও একজন দক্ষ নৃত্যশিল্পী।

তাঁদের জনপ্রিয় নৃত্য প্রতিষ্ঠান ছিল 'তালম'। এছাড়াও, রাজীব মেদিনীপুর শহরের বিদ্যাসাগর শিশু নিকেতন নামে স্বনামধন্য ইংরেজি মিডিয়াম স্কুলের নৃত্য বিভাগের শিক্ষক ছিলেন। তাঁর প্রয়াণের খবর নিশ্চিত হওয়ার পরই স্কুল ছুটি ঘোষণা করা হয়। গভীর শোকপ্রকাশ করা হয়েছে স্কুল কর্তৃপক্ষ এবং শহরের শিল্পী ও সচেতন নাগরিকদের তরফে।

Latest