Skip to content

আর.জি.কর হাসপাতালের সামনে দফায় দফায় বিক্ষোভ!

নিজস্ব প্রতিবেদন : একদিকে যখন রণক্ষেত্র আরজি-কর হাসপাতাল চত্বর, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের চলছে মারপিট, ধস্তাধস্তি।চিকিৎসক খুনে উত্তপ্ত আরজি কর হাসপাতাল। বিক্ষোভকারী ছাত্রদের বেদম মারধরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। টেনে হিঁচড়ে আন্দোলনকারীদের সরাচ্ছে পুলিশ। কারোও জামা ছিঁড়ছে, কাউকে টেনে তোলা হচ্ছে গাড়ি। প্রতিবাদীদের কার্যত কিল-ঘুষি-চড় থাপ্পাড় মারা হয়েছে। পাল্টা এক পুলিশ কর্মী দাবি করেছেন, তাঁকেও মারধর করেছে বিক্ষোভকারীরা। ঘড়ির কাঁটা যত এগিয়েছে, তত বেড়েছে অবস্থান, বিক্ষোভ, প্রতিবাদের তেজ। বিকেলে তা আরও চরমে পৌঁছয়।

মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রেক্ষিতে চিকিৎসক পড়ুয়ারা যে আন্দোলন করছেন তাতে তাঁরা রাজনৈতিক রং লাগাতে রাজি নন ৷ তাঁদের কথা, ব্যানার ছাড়া যে ইচ্ছে এখানে আসুন ৷ আরজি কর হাসপাতালের এক ডাক্তারি পড়ুয়া বলেন, "আমাদের দাবি, দোষীকে তাকে নিরপেক্ষভাবে গ্রেফতার করতে হবে ৷ তাকে দ্রুত আদালতে পেশ করতে হবে ৷ তার যেন ফাঁসির সাজা হয় ৷ প্রতিটি ওয়ার্ডে নিরাপত্তা বৃদ্ধি করতে হবে ৷ সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করতে হবে ৷ এই আবেদন প্রশাসনও মেনে নিয়েছে ৷ কোনও বিচার এখনও পাইনি ৷ ময়নাতদন্তের রিপোর্টও আমরা পাইনি ৷ রাজনৈতিক দলকে আমরা ঢুকতে দেব না ৷ এটা ডাক্তারদের আন্দোলন ৷" রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজের পড়ুয়াদের স্বাগত জানাব তবে কোনওরকম রাজনৈতিক ব্যানার ছাড়া ৷

Latest