Skip to content

অ্যাম্বুল্যান্সে রোগী নিয়ে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : চন্দ্রকোনার ক্ষীরপাই পৌরসভার কাশিগঞ্জের বাসিন্দা শ্যামাপদ বাগ (২৫) মাস দেড়েক আগে বিয়ে হয়েছিলো কেশপুরের নেড়াদ্যাউল সংলগ্ন ভগবানচক এলাকার অপর্ণার সঙ্গে। হঠাৎ করে কয়েকদিন আগে শ্যামাপদের স্ত্রী অপর্ণার পেটের যন্ত্রনা শুরু হলে প্রথমে তাকে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতাল পরে ঘাটাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শনিবার গভীর রাতে ঘাটাল হাসপাতালে অপর্ণার শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। একটি অ্যাম্বুলেন্সে করে অপর্ণার স্বামী সহ শ্যামচক গ্রামের বাপের বাড়ি সদস্যরা অপর্ণাকে ঘাটাল হাসপাতাল থেকে মেদিনীপুরের উদ্দেশ্যে গাড়ি নিয়ে রওনা দেয়। তারপরেই পঞ্চমীর কাছে ঘটে মরমার্ন্তিক ঘটনা একটি সিমেন্ট বোঝাই গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় অ্যাম্বুলেন্সের। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী এই ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ জনের। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে অপর্ণা ও অ্যাম্বুলেন্স চালক অভিষেক মল্লিক। শনিবার সকাল ১০ টা নাগাদ অপর্ণা বাগকে সংকটজনক অবস্থায় কলকাতার SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিকে, সাতসকালেই এই মর্মান্তিক খবর আসার পর ক্ষীরপাইয়ের কাশিগঞ্জ এবং কেশপুরের ভগবানচকে মেয়ের বাপের বাড়িতে দেখা দিয়েছে শোকের ছায়া। অ্যাম্বুলেন্স এ ছিল অপর্ণার স্বামী, মা, মামা ও মামী। অপর্ণা ছাড়া বাকি সকলের মৃত্যু হয়েছে।

Latest