পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : রবিবার সকাল ৮:২০ নাগাদ খড়্গপুর মেদিনীপুর মোহনপূর ব্রীজ ঢোকার মুখে মোটরসাইকেল আরোহীকে দ্রুত গতিতে আসা বালি ডাম্পার ধাক্কা মারলে ঘটনাস্থলেই ডাঃ হরিপদ রাউৎ মৃত্যু হয়।মেদিনীপুর শহরের অরবিন্দ নগরের বাসিন্দা বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃ হরিপদ রাউৎ(৬৭)। এদিন পিংলা যাওয়ার জন্য বাইকে বাড়ি থেকে বেরিয়ে মোহনপুর ব্রীজ পেরিয়ে সকাল আটটা নাগাদ ডাঃ হরিপদ রাউৎ খড়্গপুর লোকাল থানার মোহনপুর চকে ট্রাফিক সিগন্যালে মোটর সাইকেলে দাঁড়িয়ে ছিলেন।সেই সময় পেছন থেকে একটি বালি বোঝাই ডাম্পার সিগন্যাল না মেনে এগিয়ে এসে তাঁকে ধাক্কা মারে। বাইক সহ ডাক্তারবাবু রাস্তায় পড়ে যান। তৎক্ষণাৎ ডাম্পারটি পিছাতে গিয়ে ডাক্তার বাবুকে পিষে দেয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনার সাথে সাথেই পথ অবরোধ শুরু করেন স্থানীয় বাসিন্দারা।প্রায় ঘন্টা খানেক অবরোধ চলে।পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় এবং যান চলাচলের ব্যবস্থা করে। উল্লেখ্য হরিপদবাবু প্রতি রবিবারের মতো এদিনও পিংলার করকাইয়ে চেম্বার করতে যাচ্ছিলেন।তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তাঁর ঘনিষ্ঠ মহলে ও শুভানুধ্যায়ী মহলে শোকের ছায়া নেমে আসে।