Skip to content

রোহিত-বিরাটদের ধন্যবাদ ইজরায়েলের!

নিজস্ব প্রতিবেদন : ভারত-পাকিস্তান ম্যাচেও ইজরায়েল-হামাস যুদ্ধের আঁচ পড়ল। শনিবার মাঠে ইজরায়েলের সমর্থনের পোস্টার নিয়ে আসেন এক ব্যক্তি। আর পরে পাকিস্তানকে দুরমুশ করে ভারত জেতার পর রোহিত শর্মা, বিরাট কোহলিদের ধন্যবাদ জানাল ইজরায়েল।বিশ্বকাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়েছে ভারত। ১১৭ বল বাকি থাকতে সাত উইকেটে জিতে গিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। সেজন্য তাঁদের ধন্যবাদ জানাল ইজরায়েল। ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত নাওর গিলোনের বক্তব্য, ভারতের জয়ে খুশি তেল-আভিভ। কারণ পাকিস্তান জিতলে হামাসের জঙ্গিদের সেই জয় উৎসর্গ করত।শনিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ (পূর্বতন টুইটার) ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত বলেন, ‘২০২৩ সালের বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে ভারত জিতে যাওয়ায় আমরা খুশি হয়েছি। আমরা খুশি হয়েছি কারণ হামাস জঙ্গিদের জয় উৎসর্গ করতে পারেনি পাকিস্তান।’ঠিক কোন প্রেক্ষিতে সেই মন্তব্য করেছেন, তা ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত স্পষ্ট করেননি। তবে সংশ্লিষ্ট মহলের মতে, এবারের বিশ্বকাপে পাকিস্তান দ্বিতীয় ম্যাচ জেতার পর গাজার (যে গাজা থেকে হামাস ‘জঙ্গিরা' ইজরায়েলে আক্রমণ চালিয়েছে) ‘ভাই-বোনেদের’ জয় উৎসর্গ করেছিলেন মহম্মদ রিজওয়ান। সেই রেশ ধরেই এমন মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত।

Latest