পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর শহরের ফেডারেশন হল থেকে কর্মী সমর্থকদেরকে নিয়ে মিছিল করে হুড খোলা গাড়িতে এসেই মনোনয়ন জমা দিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী । নীল সাদা বেলুনে পরিবৃত হয়ে মিছিল করলেন এবং তারপরে মনোনয়ন জমা দিলেন দীপক অধিকারী । মনোনয়ন জমা শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হিরণ প্রসঙ্গে বলতে গিয়ে যেমন শুভেচ্ছা জানিয়েছেন হিরনকে, পাশাপাশি কটাক্ষও করেছেন হিরনকে । ও ভালো ছেলে ভোটে দাঁড়িয়েছে জিততে চাই ওকে শুভেচ্ছা রইল । পাশাপাশি কটাক্ষ করে বলেছেন , হিরন অনেক জ্ঞানীগুণী মানুষ ওকে কোন বার্তা দিতে হবে না । ঠাকুরের কাছে প্রার্থনা করব ওকে একটু সৎ বুদ্ধি দিন । এখন উনি অনেক অশান্তির মধ্যে আছেন ওনার বক্তব্যে তা পরিষ্কার ওনার সত্যিকারের ভালোবাসার মানুষের প্রয়োজন । পাশাপাশি বলেছেন মানুষ নমিনেশন দিতে আসার আগে মন্দিরে যান মসজিদে যান আর বর্তমান সময়ে এ প্রচন্ড দাবদাহে রক্তের প্রয়োজন তাই রক্তদানের মাধ্যমে আমি নমিনেশন করতে এসেছি। পাশাপাশি জানিয়েছেন যে তিনি যত ভোট পাবেন তত গাছ লাগাবেন ।