Skip to content

শালবনি ব্লকের কুড়াজুড়ি এলাকায় রাস্তার উপর দুটি হাতির লড়াই প্রায় দু'ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ!

নিজস্ব সংবাদদাতা : বুধবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের কুড়াজুড়ি এলাকায় রাস্তার উপর দুটি হাতির লড়াই দেখে স্তম্বিত এলাকার বাসিন্দারা। যার ফলে পিড়াকাটা গোয়ালতোড় রাস্তায় প্রায় দু ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ওই দুটি হাতির লড়াই দেখতে বহু মানুষ ভিড় জমায়। স্থানীয় বাসিন্দারা বিষয়টি বন দফতর কে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দফতর এর কর্মীরা। ঘটনাস্থলে গিয়ে স্থানীয় গ্রামবাসীদের সহযোগিতায় দীর্ঘক্ষণের চেষ্টায় ওই দুটি হাতিকে লড়াই থেকে বিরত করে এবং স্থানীয় জঙ্গলের দিকে পাঠায় বন দফতর এর কর্মীরা। তবে একটি হাতি একটি গাছ ভেঙে রাস্তার উপর ফেলে দিয়ে সে রাস্তার উপর দাঁড়িয়ে থাকে পথ অবরোধ করে। হাতির পথ অবরোধের ফলে ওই রাস্তায় সমস্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, সমস্যায় পড়েন এলাকার বাসিন্দারা। বন দফতরের কর্মীরা ওই দুটি হাতিকে জঙ্গলে পাঠানোর পর ওই রাস্তা দিয়ে যানবাহন চলাচল শুরু হয়। তবে প্রকাশ্য দিবালোকে যেভাবে দুটি হাতি রাস্তার ওপর এলাকা দখলের জন্য লড়াই করছে তা দেখে রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দারা। সেই সঙ্গে বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে, সন্ধ্যার সময় জঙ্গল এলাকার রাস্তা দিয়ে যাতায়াত করতে নিষেধ করা হয়েছে এবং জঙ্গলের ভেতরে যেতেও নিষেধ করা হয়েছে।

Latest