নিজস্ব সংবাদদাতা : না জানিয়ে সাদা কাগজে সই করানো হয়েছিল। সন্দেশখালিতে ধর্ষণের অভিযোগ ‘মিথ্যে’ বলে দাবি করলেন আরও এক মহিলা। সেই মহিলার বক্তব্যের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যদিও সংবাদ মাধ্যম ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি । সেই ভিডিয়োয় মহিলার দাবি, তাঁকেও ধর্ষণ করা হয়েছে বলে মিথ্যে অভিযোগ দায়ের করা হয়েছিল থানায়। না জানিয়ে সাদা কাগজে সই করানো হয়েছিল। এক সপ্তাহ পর তিনি সবটা জানতে পারেন। মহিলার আরও দাবি, পরে যখন তিনি মামলা তুলতে চান, তাঁকে ‘হুমকি’ দেওয়া হয়। প্রকাশ্যে আসা নতুন ভিডিয়োয় মহিলার , মহিলার দাবি তিনি ও তাঁর শাশুড়ি পুলিশের কাছে গোপন জবানবন্দি দিয়েছেন। সেখানেও তাঁরা জানিয়েছেন যে, ধর্ষণের মিথ্যে অভিযোগ করা হয়েছিল। মহিলা জানান, তাঁরা ওই মিথ্যে মামলা তুলে নিতে চান। মহিলার কথায়, ‘‘যা ঘটেনি, সে সব নিয়ে কেন মামলা লড়ব? আমাদের অত ক্ষমতা নেই। আমরা এ সব ঝামেলার মধ্যে জড়াতে চাই না।’’ সন্দেশখালির স্টিং অপারেশনের ভিডিয়ো প্রকাশ্যে আসার পরেই কার্যত বিড়ম্বনায় পড়েছে বিজেপি। জানাই ভিডিয়োটি সম্পূর্ণ ভুয়ো এবং তৃণমূলের সাজানো হয়েছে।ভোটের মুখে পদ্ম শিবিরের বিড়ম্বনা আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে আরও এক ‘নির্যাতিতা’ একই দাবি করায়।