Skip to content

"দেশটা জাগছে" --সংঘমিত্রা সরকার কবিরাজ

1 min read

দেশটা জাগছে,
আলোড়ন উঠছে নদীর বাঁকের তলদেশে
কখনো কামদুনিতে কখনো সন্দেশখালিতে
হাতে হাতে হাতা খুন্তি গুলো শব্দ করে উঠছে।
রান্নাঘরের এক চিলতে আগুন ধীরে ধীরে স্ফুলিঙ্গ ছড়াচ্ছে।
দেশটা জাগছে, মৌন পাহাড় আগ্নেয়গিরি হচ্ছে।
দেশটা জাগছে,
ভোর চারটের আর রাত দশটার লোকাল ট্রেনটা
আরো জোরে ছুটবে প্রস্তুতি নিচ্ছে।
ভাঙা চুবড়ি, ফুলের ডালি, মাছের জালি খলবল ক'রে উঠছে
শাঁখা পলা পরা হাত গুলো ধীরে ধীরে লাঠি হয়ে যাচ্ছে
হাড় ভাঙা দিন খাটুনির চোখ রাতেও শ্বাপদের মতো জ্বলছে
পিছিয়ে পড়ছে কালো রাত, ভাঙছে অত্যাচারের দাঁত
নক্ষত্ররা জেগে উঠে সূর্যের রথ টানছে, নতুন ফুল ফুটছে।
প্রতিরোধ গড়ে উঠছে, নারীরা জাগছে, দেশও জাগছে॥

Latest