নিজস্ব সংবাদাতা: গতবার সন্তোষ ট্রফির খারাপ ফলের পর এবারের প্রতিযোগিতায় ভালো ফল করে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলা ফুটবল দল। অভিজ্ঞ সঞ্জয় সেন বাংলা দলের কোচ হিসাবে দায়িত্ব নিয়েছেন। ফেডারেশনের তরফে জানানো হয়েছে ১৯৬৬ সালের পর এবার সন্তোষ ট্রফির মূল পর্বের খেলা হবে হায়দরাবাদে। গ্রুপ সি-তে রয়েছে বাংলা। এই গ্রুপে বাংলা ছাড়াও রয়েছে বিহার, ঝাড়খন্ড ও উত্তরপ্রদেশ। এবারে নয়টি গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলোকে। গ্রুপ পর্বের খেলা হবে নভেম্বরে। গতবারের চ্যাম্পিয়ন সার্ভিসেস ও রানার্স গোয়ার সঙ্গে আয়োজক রাজ্য তেলেঙ্গানাও এবার সরাসরি মূলপর্বে খেলবে।