নিজস্ব সংবাদদাতা: রবিবার হায়দ্রাবাদ থেকে সাঁতরাগাছি স্টেশনে এসে পৌঁছালে রেল পুলিশের সন্দেহ হয়। প্ল্যাটফর্মে ভিড়ের মধ্যে চারজনের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। কোনো বৈধ নথিপত্র না থাকায় অবশেষে তাদের গ্রেপ্তার করা হয়।কোনও বৈধ কাগজপত্র না মেলায় ৪ ও ৫ নম্বর প্লাটফর্ম থেকে তাদের গ্রেপ্তার করে রেল পুলিশ। এদিকে সোমবার দুপুরে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ।সূত্রে জানা গিয়েছে, রবিবার হায়দরাবাদ থেকে বাংলাদেশে ফিরে যাওয়ার পথে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম, মোহাম্মদ আলম, রিয়াসুল ইসলাম, বেগম দিলবার ও রবিউল ইসলাম। এদের মধ্যে একজন নাবালক। জানা গিয়েছে, দীর্ঘদিন আগে এই চার ধৃত মায়ানমার থেকে বাংলাদেশ আসে। সেখানের একটি রোহিঙ্গা শিবিরে থাকছিলেন। তারপর গত ডিসেম্বরের শেষে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করে। গোপনে চলে যায় হায়দরাবাদে। সেখানে চারজনই পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করত। সেখানে কোনও সমস্যায় পড়ে ফের বাংলাদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা। সেই মতো রবিবার হায়দরাবাদ থেকে ট্রেনে সাঁতরাগাছি আসে ধৃতরা। জিআরপির সন্দেহ হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। ধৃতদের কাছে কোনও বৈধ কাগজপত্র না মেলায় প্রত্যেকেই গ্রেপ্তার করা হয়েছে।