Skip to content

ঘাটাল শাখার রেড ক্রস সোসাইটির উদ্যোগে ক্যান্সার রোগীদের জন্য চুল দান করলো ৪ জন মহিলা!

1 min read

নিজস্ব সংবাদদাতা : শনিবার,২০শে সেপ্টেম্বর সম্প্রতি ঘাটাল রেড ক্রস সোসাইটিতে গিয়ে ক্যান্সার রোগীদের জন্য চুল দান করলো ৪ জন মহিলা এক ফুটের বেশি চুল দান করলেন । রক্তদান, বস্ত্রদান, অঙ্গদান এগুলো শোনা যায়। এর পাশাপাশি আরেক মানবিক উদ্যোগ শুরু হয়েছে। নিজের চুল দান, ক্যান্সার আক্রান্তদের জন্য। চুল দান করলেন সঙ্গীতা জানা(গৃহবধূ),মিকক্ষী মাইতি(ছাত্রী),কৃষ্ণচক্রবর্তী মুখার্জী(গৃহবধূ),ডাঃ সুকন্যা মল্লিক হাজরা।ঘাটাল মহকুমা প্রশাসক সুমন বিশ্বাস, ভারতীয় রেড ক্রস সোসাইটির ঘাটাল শাখার ত্রাণ ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভদীপ সিংহ রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সমাজে এই ধরনের মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং অনুকরণীয়। আসলে কেমোথেরাপি চলাকালীন মাথার সমস্ত চুল উঠে যায় ক্যানসার রোগীদের। একে তখন রোগীর শরীরে বাসা বেঁধে থাকে মারণ রোগ, অন্যদিকে চুল হারিয়ে হীনমন্যতায় ভোগেন তাঁরা। মহিলা ক্যানসার রোগীদের সেই হীনমন্যতা থেকে উদ্ধারে এগিয়ে এলেন ঘাটাল রেড ক্রস সোসাইটি।উল্লেখ্য ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস মহিলাদের ক্যান্সার রোগীদের জন্য চুল দানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যুবার্ষিকী স্মরণে ঘাটাল মহকুমা প্রশাসক সুমন বিশ্বাস সবার হাতে একটি করে বিদ্যাসাগরের মূর্তি তুলে দিলেন। 

Latest