Skip to content

শনিবার মেদিনীপুর শহরে বের হল মহরমের আখড়া!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : শনিবার থেকে মহরম পালন করা হচ্ছে মুসলীম সম্প্রদায়ের মানুষেরা। আরবি ক্যালেন্ডারের বছরের প্রথম মাস হল মহরম। মহরম মাসে চাঁদের ৬ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত মহরম উৎসব পালন করা হয়। আজ ১৩ জুলাই শনিবার মহরম মাসে ৬ তারিখ,এই দিন বিভিন্ন এলাকা থেকে আখড়া ও কাফেলা ও আলাম পাক বের হয় । রাত ১০টা থেকে চলে মধ্যরাত পর্যন্ত মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকার আখড়া ও কাফেলা নিজস্ব এলাকা থেকে বের করানো হয়। এই আখড়া খেলা দেখতে রাস্তার দুপাশে হাজার হাজার মানুষদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো । লাঠি খেলার মাধ্যম দিয়ে শোভাযাত্রা বের হয় শহর জুড়ে। লাঠি খেলা ও শোভাযাত্রা কোন ওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে কারণে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন মোড়ে মোতায়েন করা হয়েছে পুলিশ ,এছাড়া পুলিশের বড় বড় আধিকারিকরা উপস্থিত ছিলেন।এই আখড়া ও কাফেলা ও আলাম পাক গুলো মেদিনীপুর শহরের জজকোর্ট রোড়ের দেওয়ান বাবার মাজারে মাঠে এসে সমাপ্তি হয়।আখাড়ায় শোভাযাত্রা মধ্যে লাঠি প্রদর্শনী করেন মেদিনীপুর পৌরসভা পৌর প্রধান সৌমেন খান,এছাড়া ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার চন্দ্রানি দাস। সমস্ত আখড়া কমিটির খালিফা ও কাফেলা , আলাম পাকের খালিফাদের কে উত্তরীয় পরিয়ে ফুলের তোড়া ও মিষ্টি দিয়ে সম্মান জানানো হয় । উপস্থিত ছিলেন মুসলিম কমিটির সম্পাদক সারফরাজ খান, ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলার চন্দ্রানী দাস, সৌমেন খান, অর্পিতা রায় নায়েক,মেদিনীপুর মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট সুপার রাজিয়া বেগম,সহ অন্যান্যরা।

Latest