অরিন্দম চক্রবর্তী : শ্রী সত্য সাই বাবা ২৩শে নভেম্বর ১৯২৬ অন্ধ্রপ্রদেশ পুট্টাপার্থীতে জন্মগ্রহণ করেছিলেন । তাঁকে সত্যনারায়ণ রাজু নাম দেওয়া হয়েছিল। তাঁর মা ঈশ্বরম্মা সবচেয়ে বেশি মুগ্ধ করেছিলেন, বিশেষ করে দরিদ্র ও নিপীড়িতদের প্রতি তাঁর ছোট্ট সত্যের অসীম করুণা। এমনকি ছোটবেলায়ও, তিনি জোর দিয়েছিলেন যে দরজার ভিক্ষুকদের তাদের সীমিত সামর্থ্য সত্ত্বেও তাদের ভালোভাবে সেবা করা হোক এবং প্রায়শই অভাবীদের তাঁর নিজস্ব অংশ দান করতেন। ২৩শে নভেম্বর রবিবার ভোর পাঁচটায় থেকে খড়্গপুর শহরের নিউ সেটেলমেন্ট শ্রী সত্য সাই বাবার সেবা অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় এদিনের বিশেষ অনুষ্ঠান শুরু হয়।

সংকীর্তন, সুসজ্জিত রথে করে সাঁইবাবার মূর্তিকে নগর পরিক্রমা করানো হয়। এরপর পতাকা উত্তোলনের মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এর অব্যাবহিত পরেই সত্য সাঁইয়ের বিশেষ পুজো পাঠ শুরু হয়। দুপুরে কয়েক হাজার ভক্তকে অন্ন প্রসাদ বিতরণ করা হয়। বিকেল সাড়ে চারটায় পাদুকা পুজো ও অষ্টোত্তর শতনাম কীর্তন এর মাধ্যমে পরিবেশিত হয়। বিকেল সাড়ে পাঁচটায় কয়েকশত স্বামী-স্ত্রীর প্রদীপ জ্বালানো অংশ নেয়। সন্ধে ছটায় অনুষ্ঠিত হয় ছোট বাচ্চাদের দ্বারা সংস্কৃতি অনুষ্ঠান। সাড়ে সাতটায় সাঁইবাবার জন্মোৎসব উপলক্ষে কেক কাটা হয় ও সাঁই মূর্তিকে দোলায় ঝুলানো হয়। সাড়ে আটটায় ভজন ও মহামঙ্গল আরতি অনুষ্ঠিত হয়। পুরো বিশেষ পুজো জুড়ে মন্দিরের ভেতর একজনকে সাঁইবাবা সাজিয়ে বসিয়ে রাখা হয়।

সমগ্র উৎসবে উপস্থিত ছিলেন সত্য সাঁই সেবা কেন্দ্রের আহ্বায়ক এস দেবীপ্রসাদ, সার্ভিস কো অর্ডিনেটর কে ভানু কুমার, আধ্যাত্মিক কো অর্ডিনেটর ডি চন্দ্র রায় সাথে ছিলেন আর হেমন্ত। ২৩ শে নভেম্বর বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দন্ত চিকিৎসক ডাঃ রাধা প্রভু, ডাঃ বাবজি, ডাঃ দণ্ড পাট, ডাঃ তন্ময় ব্যানার্জি, ডাঃ ভাবানা এবং প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ।জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়েছিল ১৫ই নভেম্বর ২০২৫ তাং থেকে। এদিন শোভাযাত্রা সহকারে অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়।

১৬ই নভেম্বর অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। ১৭ ই নভেম্বর স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং নারায়ণ সেবা অনুষ্ঠিত হয় ধুলিয়াপাতা গ্রামে। ১৮ই নভেম্বর অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১৯শে নভেম্বর বৃক্ষরোপণ মহকুমা হাসপাতালে রোগীদের ফল বিতরণ সন্ধ্যায় ভজন ও মঙ্গল আরতি অনুষ্ঠিত হয়। ২০শে নভেম্বর ভজন সংগীত অনুষ্ঠিত হয়। একুশে নভেম্বর মহা মৃত্যুঞ্জয় হোম, সত্য সাঁইয়ের মূর্তি উদ্বোধন ও সন্ধ্যায় ভজন অনুষ্ঠিত হয়। ২২ শে নভেম্বর সারাদিন ছিল বিশেষ ভজন গানের আসর অনুষ্ঠিত হয়।