Skip to content

মহাকাশের বিভিন্ন গ্রহে জলের সন্ধান করতে করতে অবশেষে বিরাট এক সাফল্য পেলেন বিজ্ঞানীরা!

1 min read

নিজস্ব সংবাদদাতা : গবেষণাপত্রের প্রধান লেখক আনিসিয়া অ্যারেডোন্ডো টেক্সাস , ইউনাইটেড স্টেটস থেকে এই সম্পর্কিত তথ্য দিয়েছেন।তাঁরা প্রথমবার একটি গ্রহাণুর পৃষ্ঠে জলের অনু খুঁজে পেয়েছেন। গ্রহাণুগুলি হল গ্রহের গঠন প্রক্রিয়ার অবশিষ্টাংশ। গ্রহাণু হল ছোট পাথুরে বস্তু, যা সূর্যকে প্রদক্ষিণ করে। যদিও গ্রহাণুগুলি গ্রহের মতো সূর্যকে প্রদক্ষিণ করে, তবে তারা গ্রহের তুলনায় অনেক ছোট হয়। তবে অনেকদিন ধরেই বিজ্ঞানীরা উল্কাপিণ্ডে জলের সন্ধান করছিলেন। এবার তাও পাওয়া গিয়েছে। উথওয়েস্ট রিসার্চ ইনস্টিটিউটের মতে, শুষ্ক বা সিলিকেট গ্রহাণু সূর্যের কাছাকাছি তৈরি হয়। বরফের মতো কিছু পদার্থ একত্রিত হয়ে দূরের গ্রহাণু তৈরি করে। ফলে এটাও একটা কারণ হতে পারে, সেখানে জলের সন্ধান পাওয়ার। তবে এই জলের অনু কোথা থেকে এল,তা নিয়ে বিভিন্ন গবেষণা করা হচ্ছে। অ্যারেডোন্ডো বলেন, “আমরা দু’টি উল্কাপিণ্ডে এমন একটি বৈশিষ্ট্য আবিষ্কার করেছি, যা থেকে স্পষ্টভাবে জলের অনুগুলিকে খুঁজে বের করা গিয়েছে। আমরা আমাদের গবেষণার উপর ভিত্তি করে এই সিদ্ধান্তে পৌছিয়েছি।”

Latest