Skip to content

শিক্ষক দিবস উপলক্ষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে "আদর্শ শিক্ষাজীবন" শীর্ষক সেমিনার!

1 min read

নিজস্ব সংবাদদাতা : শিক্ষক দিবস উপলক্ষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে 'আদর্শ শিক্ষাজীবন" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হলো মেদিনীপুর সদর পূর্ব চক্রের খাঙ্গারডিহি প্রাথমিক বিদ্যালয়ে।এই সেমিনারে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষারত্ন আলপনা দেবনাথ বোস। বিদ্যালয়ের সহশিক্ষক মৃত্যুঞ্জয় সামন্ত বলেন,"বর্তমান সমাজে যেভাবে মূল্যবোধের শিক্ষা ক্রমশ হ্রাস পাচ্ছে, ছাত্র-ছাত্রীরা বিপথগামী হচ্ছে,মোবাইলে আসক্তি বাড়ছে সেখানে প্রাথমিক স্তর থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে মূল্যবোধের পাঠ দেওয়া জরুরী। শিক্ষক দিবস উপলক্ষে তাই আমাদের এই আয়োজন।"এদিন প্রায় দেড়শ কচিকাচাদের নিয়ে সহজ সরল পদ্ধতিতে অনুষ্ঠিত হয় এই সেমিনার। পাশাপাশি মিড ডে মিলেও ছিল বিশেষ মেনু ও পায়েস মিষ্টির ব্যবস্থা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক অভিজিৎ দে আমন্ত্রিত বক্তা আলপনা ম্যাডামকে ধন্যবাদ জ্ঞাপন করে জানান ছাত্র-ছাত্রীদের স্বার্থে আগামী দিনে আরো বেশি বেশি করে এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে।

Latest