Skip to content

পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের বর্ধিত সভায় গৃহীত হলো বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কর্মসূচি!

নিজস্ব সংবাদদাতা : ৩১শে আগস্ট রবিবার মেদিনীপুর শহরের পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস কার্যালয়ে অনুষ্ঠিত হলো জেলা কমিটির বর্ধিত সভা।জেলার সমস্ত ব্লক ও পৌর এলাকা থেকে ৪২১ জন প্রতিনিধি এই সভায় যোগ দেন।এই সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কর্মসূচি গৃহীত হয়।সিদ্ধান্ত হয়েছে আগামী ৬ ও ৭ তে সেপ্টেম্বর প্রত্যেকটি ব্লকে"ভোট চোর, গদি ছাড়ো" জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মিটিং,মিছিল অনুষ্ঠিত হবে।আগামী ১১ সেপ্টেম্বর প্রত্যেকটি ব্লকে BDO দপ্তরে স্মারকলিপি প্রদান হবে।বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকারের নিয়োগের দুর্নীতির প্রতিবাদে।প্রধানমন্ত্রী আবাস যোজনা,বার্ধক্য ভাতা,বিধবা ভাতা,প্রতিবন্ধী ভাতা MENREGA ১০০ দিনের কাজ ইত্যাদির দুর্নীতির প্রতিবাদে ও স্বচ্ছতা মতো দাবি গুলিকে সামনে রেখে এই ডেপুটেশন হবে।

সংগঠন শক্তিশালী করতে ও আগামী নির্বাচনগুলি কে লক্ষ্য রেখে দলকে ক্রমাগত আন্দোলন মুখী করে তুলতে বিস্তারিত আলোচনা হয়।পরবর্তী আন্দোলন ও কর্মসূচি যথাসময়ে ব্লক নেতৃত্ব ও পর্যবেক্ষকদের জানিয়ে দেওয়া হবে।উপস্থিত ছিলেন নবনিযুক্ত পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস কমিটির সভাপতি দেবাশীষ ঘোষ ,প্রাক্তন সভাপতি সমীর রায় মহাশয়, শম্ভুনাথ চট্টোপাধ্যায়,অমল দাস, মৃত্যুঞ্জয় সাউ, কুনাল ব্যানার্জি, অরূপ মুখার্জি, অনিরুদ্ধ ব্যানার্জি, আশিস মাঝি, চিরঞ্জিত ভৌমিক, পাপিয়া চক্রবর্তী, সমিতা দাস, মহম্মদ সাইফুল, শাখা সংগঠন প্রধানরা ও প্রাদেশিক নেতৃবৃন্দ এদিন প্রবীণ জাতীয়তাবাদী নেতা ও বিশিষ্ট সমাজকর্মী নেতা পঙ্কজ পাত্র।

পঙ্কজ পাত্র তৃণমূল কংগ্রেসের উপর আস্থা হারিয়ে তৃণমূল কংগ্রেস ত্যাগ করে জাতীয় কংগ্রেসে যোগদান করেন।তাঁর হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন উপস্থিত কংগ্রেস নেতৃত্ব।

Latest