Skip to content

লাইফ সার্টিফিকেট - কাকলী দাশগুপ্ত

1 min read

বেঁচে আছি এখনও এক দারুণ মজা
প্রমাণ চাই লাইন দাও, এই এক সাজা,
স্মৃতি আজ মনে পড়ে লাইনে দাঁড়িয়ে
গেছে ফিরে জগৎ হতে সহকর্মী ছেড়ে।
এক মিনিট নীরবতা পালন, কর্তব্য শেষ,
এক সাথে দিন কাটিয়েছি ভিন্ন পরিবেশ।
কাজের সময় করেছি কাজ, চেয়ার গেছে চলে,
হাসি মশকরা করেছি , একেই তো খুশি বলে।
এখন সেই কথা, মনে পড়ে মনে মনে হাসি পায়,
লাইফ সার্টিফিকেটের তরে সব লাইনে দাঁড়ায়।
নেই কোন ক্ষোভ, পুরানো মানুষ দেখার লোভ,
লাইন সকলকে এক করে, কাছে ডেকে আনে
পুরানো কাজের কথা গুলো বেশি পড়ে মনে।
ভুলে যাওয়া হাসি, দেখলে এ ওকে সব খুশি
পরিবর্তন জীবন সায়াহ্নে এসে সবার মুখে হাসি
মিলি এক সাথে, সকলে হাসে সকল কে দেখে
এক হয়ে গেছে মন সবার রিটায়ার্ড হবার সুখে
মরণ বাঁশী বাজবে আসি বয়সের কাছে হেরে,।
এক এক করে সবাই যাবে ছেড়ে আগে বা পরে।
দিন গোনার পালা, পাওনা নেবার ছলে,
লোভ এখন ও আছে, এরিয়ার পাবো বলে,
কতো পাবার আশা, জীবন মরণের দিকে ভাগে,
পাকা চুল কালো করে, দাঁত তৈরি করে আগে
হার্ট সার্জারি করা, চোখে ছানি চশমা পরা
চুল কলপ করে , কেউ কেউ বয়স কম করা।
হাতে ব্যথা, হাঁটু ব্যথা,কানে না শোনা কথা
জীভের স্বাদ্ না থাকা কেবল অম্বল পেটে ব্যাথা
গ্যাস, সুগার, প্রেশার, ভুলে যাওয়া স্বভাব,
মেজাজ ঠিক আছে,আগের মতো মনোভাব,
মনে মনে লাগে লাজ, আর পারি করতে কাজ
বুড়ো বুড়ি হয়ে সবাই ঘরে থাকি সবাই আজ।
বেঁচে ও বাঁচার কাগজ দিতে হবে ভাই,
তা না হলে পেনশন আর পাবে না ভাই
সরকারি চাকুরে ছিলাম বেঁচে থাকার কাগজ দিতেই হবে
নইলে পাবে না পেনশন ।।

Latest