Skip to content

অনুপ্রবেশ রুখতে সীমান্তে বাড়ানো হয়েছে পাহারা,আন্তর্জাতিক সীমান্ত দিয়ে প্রবেশ করার চেষ্টা,কাতর আর্জি BSF কর্তার!

নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর অনুপ্রবেশ রুখতে সীমান্তে বাড়ানো হয়েছে পাহারা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত BSF সাথে সাথে রয়েছে সেনাও। এবার সেই কাঁটাতারের বেড়া টপকিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছেন বাংলাদেশের নাগরিকরা। তাদের আটকাতে কাতর আর্জি বিএসএফের। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পশ্চিমবঙ্গের কোচবিহারের ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত দিয়ে প্রবেশ করার চেষ্টা করছিলেন শয়ে-শয়ে বাংলাদেশি। কিন্তু কাঁটাতারের ওপারে দাঁড়িয়ে রয়েছেন বিএসএফ জওয়ানরা। যার ভিডিয়ো শেয়ার করলে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা শিবসেনা নেতা মিলিন্দ দেওরা। দেখা যাচ্ছে, ওই বিএসএফ অফিসার বাংলাতেই বলেন, “আমরা সবাই জানি আপনাদের সমস্যার কথা। আপনাদের দেশের অবস্থা গোটা বিশ্ব জানে। আলোচনার প্রয়োজন রয়েছে। এভাবে সমস্যার সমাধান হতে পারে না। আমরা চাইলেই এভাবে ঢুকতে দিতে পারি না। আমাদের সিনিয়র আধিকারিকরা উপস্থিত রয়েছেন, তারা আপনাদের দেশের কর্তাদের সঙ্গে কথা বলছে। চিৎকার করে কোনও লাভ হবে না। আপনারা এখনই চাইলেই তো ঢুকতে দিতে পারব না।” “আমি দেশের হয়ে অনুরোধ করছি, আপনারা ফিরে যান। আলোচনার মাধ্যমে এই বিষয়ের সমাধান হবে। এক, দুই ঘণ্টায় এই সমস্য়ার সমাধান হবে না।”

Latest