Skip to content

শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই

1 min read

দেখতে দেখতে আরও একটা শারদোৎসবের শেষ দিনে এসে পৌঁছাল বাঙালি জীবন। এই উৎসবকে ঘিরে বাঙালির প্রতিটা মুহূর্ত আলোকিত হয়ে ওঠে। আনন্দ ছেঁয়ে যায় প্রতিটি দিনের পরতে পরতে। আজ দশমী। আজ মাকে বিদায় জানানোর পালা। প্রতিমা নিরঞ্জনের পর আলিঙ্গনের মাধ্যমে প্রিয়জনকে শুভেচ্ছা জানানোর দিন বিজয়া দশমী। গুরুজনদের প্রতি শ্রদ্ধা ও ছোটদের প্রতি ভালোবাসা জানানোর দিন আজ। এই সবে মিলেই তো বিজয়া দশমী। উৎসবের আজ শেষ বেলা, শুরু হবে সিঁদুর খেলা, মনের মাঝে রেখে মাকে, বিদায়ের সুর বাজবে ঢাকে। শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই।

Latest