নিজস্ব প্রতিবেদন : বিভিন্ন জেলা থেকেই মাঝেমধ্যে সিভিক ভলান্টিয়ারদের দাদাগিরির অভিযোগ উঠে আসে। সেরকমই এক অভিযোগ উঠে এল এবার পানাগড়ের চৌমাথা মোড়ে পুরাতন জাতীয় সড়ক এলাকা থেকে। এক গাড়ি চালককে মারধরের অভিযোগ তোলা হয়। গোটা ঘটনায় হইচই পড়ে যায় এলাকায়।পানাগড়ের এক বাসিন্দা বিমান কুমার হাজরার অভিযোগ, মঙ্গলবার বিকালে তিনি রনডিহা মোড় থেকে দার্জিলিং মোড়ে যাওয়ার পথে পানাগড় বাজারের চৌমাথা মোড় পারাপার করার সময় ট্রাফিক সিগন্যাল সবুজ হয়ে ছিল। কিন্তু এরপর হলুদ সিগন্যাল না করেই ট্রাফিক পুলিশের কর্মীরা রেড সিগন্যাল দিয়ে দেয় বলে অভিযোগ। কিন্তু নিয়ম ভাঙার অভিযোগ তুলে ট্রাফিক পুলিশে কর্মরত এক সিভিক ভলান্টিয়ার ওই গাড়ির চালককে কিছুটা দূরে রনডিহা মোড়ে গাড়ি দাঁড় করিয়ে মারধর করে বলে অভিযোগ।পরে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করেন চৌমাথা মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে।