নিজস্ব সংবাদদাতা : গুজরাটের আহমেদাবাদে সাইবার জালিয়াতির ঘটনায় বড় বিপাকে পড়েছে দেশের শীর্ষ ব্যাংক ICICI Bank ও Vodafone-Idea টেলিকম সংস্থা। সিম সোয়াপ বা সিম ক্লোনিংয়ের ফাঁদে পড়ে স্থানীয় একটি ট্রেড ফার্ম ১ কোটি ১৯ লক্ষ টাকার অনলাইন প্রতারণার শিকার হয়। ঘটনায় তথ্য প্রযুক্তি আইন লঙ্ঘনের দায়ে আইসিআইসিআই ব্যাঙ্ককে ১০ লক্ষ এবং ভোডাফোন-আইডিয়াকে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালে বিদেশ সফরে থাকা অবস্থায় সংস্থার ডিরেক্টর প্রকাশ মেহতার নম্বরে সিম সোয়াপের মেইল আসে। অভিযোগ—ভোডাফোন-আইডিয়া কোনও অতিরিক্ত যাচাই-বাছাই না করেই সেই রিকোয়েস্ট অনুমোদন করে এবং কয়েক ঘণ্টার মধ্যেই একটি নতুন সিম অ্যাক্টিভেট করে দেয়। রবিবার অফিস বন্ধ থাকার সুযোগে প্রতারকরা ক্লোন করা সিম ব্যবহার করে কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট থেকে RTGS এবং NEFT-এর মাধ্যমে টানা ২২টি লেনদেন করে ১ কোটিরও বেশি টাকা খোয়া করে। আসল গ্রাহক কোনও OTP পাননি, কারণ সেগুলো গিয়েছিল প্রতারকদের হাতে থাকা ক্লোন সিমে।

আইসিআইসিআই ব্যাঙ্ক জানায় যে রিজার্ভ ব্যাঙ্কের গাইডলাইন অনুযায়ী সমস্ত ভেরিফায়েড পাসওয়ার্ড, ওটিপি, এমপিন দিয়েই লেনদেন হয়েছিল, তাই সন্দেহ হয়নি। পরে ব্যাঙ্কের তরফে আভ্যন্তরীণ তদন্ত করা হয় এবং উপভোক্তা (যে অ্যাকাউন্টে টাকা গিয়েছিল) অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হয়। ভোডাফোন-আইডিয়ার দাবি যে রেজিস্টার্ড ইমেইল থেকে রিকোয়েস্ট আসাতেই তারা কর্পোরেট ওনড কর্পোরেট পেইড (COCP) কানেকশনের গাইডলাইন করে ক্লোন সিম ইস্যু করে। ট্রাই (TRAI)-র কোনও নিয়ম লঙ্ঘন করা হয়নি। অভিযোগকারীর মতে— রোমিংয়ে থাকাকালীন বড় লেনদেনের ক্ষেত্রে সেকেন্ডারি কন্ট্যান্ট বা বাধ্যতামূলক অডিয়ো-ভিডিয়ো প্রসিডিউর অনুসরণ করা হয়নি বলেই জানান। সাইবার ক্রাইম ব্রাঞ্চের তদন্তে উঠে আসে যে আহমেদাবাদে ভোডাফোন-আইডিয়ার সিম সোয়াপের এক বিরাট প্রতারণা চক্র সামনে আসে। এই ধরনের কমপক্ষে ২০টি প্রতারণার ঘটনা ঘটেছে, তবুও সংস্থার তরফে কোনও পদক্ষেপ করা হয়নি। তথ্য প্রযুক্তি আইন ২০০০-এর ৪৩ ও ৪৩এ ধারায় মামলা রুজু হওয়ার পর তদন্তে নিশ্চিত হয় যে সিম ক্লোনিংয়ের মাধ্যমেই OTP নিরাপত্তা এড়িয়ে টাকা চুরি করা হয়েছে। এই ঘটনা আবারও প্রমাণ করল—সিম সোয়াপ সাইবার অপরাধের সবচেয়ে দ্রুত বাড়তে থাকা পদ্ধতিগুলোর একটি। আর্থিক প্রতিষ্ঠানের সুরক্ষা গাইডলাইন আরও কঠোর না হলে সাধারণ বা কর্পোরেট গ্রাহকের নিরাপত্তা বারবার বিপন্ন হবে।