নিজস্ব সংবাদদাতা : ১৯৯৫ সাল থেকে নিয়মিত ভোট দিয়ে এসেছেন মেদিনীপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও জেলা যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী। ২০০২ সালের ভোটার তালিকাতেও তাঁর নাম ছিল। সাম্প্রতিক লোকসভা নির্বাচনেও তিনি ভোট দিয়েছেন। তবুও এবারে ভোটার তালিকায় তাঁর নাম না থাকায় ইনিউমারেশন ফর্ম পাননি তিনি। বিষয়টি জানতে BLO–র সঙ্গে যোগাযোগ করলে তাঁকে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে বলা হয়। সেই অনুযায়ী ৪ নভেম্বর লিখিত অভিযোগ জানান প্রসেনজিৎ চক্রবর্তী, কিন্তু এখনও পর্যন্ত কোনও সদুত্তর মেলেনি। এতে ক্ষুব্ধ তিনি। প্রসেনজিৎ চক্রবর্তীর অভিযোগ— জেনুইন ভোটারদের ইচ্ছাকৃতভাবে তালিকা থেকে বাদ দেওয়ার প্রবণতা নতুন নয়; বিহারে বিজেপি জেনুইন ভোটারদের বাদ দিয়ে এভাবেই ভোটে জিতেছে, বাংলাতেও একই কায়দায় ভোটে জিততে চাইছে বলে অভিযোগ তৃণমূল নেতা প্রসেনজিৎ চক্রবর্তী।
