Skip to content

দীর্ঘক্ষণ SIR শুনানির লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ে মেদিনীপুরের বাসিন্দা!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : দীর্ঘক্ষণ SIR শুনানির লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ে মেদিনীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তালপুকুর এলাকার বাসিন্দা সেক রিন্টু। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে মেদিনীপুর সদর বিডিও অফিসের শুনানি কেন্দ্রে।জানা যায়, ওই দিন তালপুকুর সহ বিভিন্ন এলাকা থেকে প্রায় তিন শতাধিক ভোটারকে শুনানির জন্য ডাকা হয়েছিল।

সকাল থেকেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে ছিলেন। দীর্ঘ সময় অপেক্ষার পর হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সেক রিন্টু। উপস্থিত মানুষজন ও তৃণমূল কংগ্রেসের টাউন ইলেক্টোরাল সুপার ভাইজার সন্তু পাল, মোজাম্মেল হোসেনের তত্ত্বাবধানে দ্রুত তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন।এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার। গোটা শুনানি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের কাছে আরও মানবিক ও সংবেদনশীল ব্যবস্থার দাবি জানানো হয়েছে।

Latest