Skip to content

রবিবার ছুটির দিনে খড়গপুর বিভাগে বিশেষ টিকিট চেকিং অভিযান!

নিজস্ব সংবাদাতা:  রবিবার ছুটির দিনে খড়গপুর বিভাগে তাদের আওতাধীন বিভিন্ন মেইল,এক্সপ্রেস এবং লোকাল ট্রেনগুলিতে একটি বিশেষ টিকিট চেকিং অভিযান পরিচালনা করা হয়েছে। বাণিজ্যিক পরিদর্শক এবং টিকিট চেকিং কর্মীদের সমন্বয়ে গঠিত একটি দলটি খড়্গপুর বিভাগের বেশ কিছু রুটের ট্রেনে ‘অভিযান’ চালিয়েছিলেন।রেল সূত্রে খবর, ট্রেন ট্রেন নম্বর গুলি হলো ১২৫০৩, ১২৫০৪, ১২৭০৩, ১২৮৬৪, ১২০৭৪, ১২৮৬০, ১২০৭৩, ১২৮৫৯, ১২৬৬৩, ১২৮৪১ এবং লোকাল ট্রেনগুলিতে টিকিট পরীক্ষকদের পাঠানো হয়েছিল।

রবিবার ছুটির দিনে খড়গপুর বিভাগে ট্রেনে চলছে টিটিই বিশেষ অভিযান 

এই অভিযানের সময়, টিকিট ছাড়া বা ভুল টিকিট নিয়ে ভ্রমণকারী ৩৬২ জন যাত্রী সনাক্ত করা হয়েছে। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, ঘটনাস্থলেই এই অপরাধীদের কাছ থেকে মোট ১,৯৬,২৩৫ টাকা প্রায় ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।রেলের তরফে আবার ঘোষণা, বিনা টিকিটে ভ্রমণ রুখতে এবং যাত্রীদের সচেতন করতে আগামিদিনে যে কোনও সময় এ ভাবেই হঠাৎ ট্রেনে ট্রেনে অভিযান চালানো হবে।জরিমানা এড়াতে এবং ঝামেলামুক্ত যাত্রা নিশ্চিত করতে বিভাগটি সকল যাত্রীদের যথাযথ এবং বৈধ টিকিট নিয়ে ভ্রমণ করার জন্য আবেদন করছে রেলের তরফে ।

Latest