পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুরের ধর্মা ট্রাফিক মোড় সংলগ্ন বিজেপির দলীয় কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আন্তরিক ধন্যবাদ জানানো। সম্প্রতি তাঁর নেতৃত্বাধীন সরকার দেশের সাধারণ মানুষের স্বার্থে এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে—GST-এর হার উল্লেখ যোগ্যভাবে কমানো।এই সিদ্ধান্তের ফলে ব্যবসায়ী মহল যেমন স্বস্তি পাচ্ছেন, তেমনি সাধারণ মানুষও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও পরিষেবায় স্বাচ্ছন্দ্য অনুভব করবেন। এই দিন পথ চলতি মানুষদেরকে রসগোল্লা ও চকলেট বিতরণ করা হয়।

বিজেপির স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা এক সঙ্গে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান। তাঁরা জানান, নরেন্দ্র মোদীজি সব সময়ই দেশের মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে চলেছেন এবং তাঁর এই পদক্ষেপ দেশের অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।ধর্মা ট্রাফিক মোড় এলাকায় এদিন কার্যত উৎসবের আবহে ভরে ওঠে। গত কাল, বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন জিএসটির নতুন কাঠামো লাগু হবে চলতি সেপ্টেম্বর মাসের ২২ তারিখ থেকে।

নতুন কাঠামোয় একগুচ্ছ পণ্যের কর মকুব হয়েছে। বেশ কিছু পণ্যের কর কমানো হয়েছে। যার ফলে একাধিক পণ্যে সস্তা হয়েছে। সেগুলি হল-দুধ, ছানা, পনির, রুটি, পাউরুটির উপর জিএসটি শূন্য। মাখন, ঘি, তেল, চি়জ, দুগ্ধজাত যাবতীয় পণ্য, বাদাম, খেজুর, আনারস, অ্যাভোকাডো, পেয়ারা, আম এবং অন্যান্য ফলের ক্ষেত্রে জিএসটি এখন ৫ শতাংশ। আগে ছিল ১২ শতাংশ। একই ধাপ রাখা হয়েছে নুডলস, পাস্তা, সসেজ, সংরক্ষিত বা রান্না করা মাংস, মাছ, জ্যাম, জেলি, মাশরুম, ইস্ট, সর্ষে, সয়াবিনের ক্ষেত্রেও। মধু, মিছরি, চকোলেট, কর্নফ্লেক্স, কেক, পেস্ট্রি, স্যুপ, আইসক্রিমের উপর এখন ৫ শতাংশ জিএসটি। আগে ছিল ১৮ শতাংশ। ব্যক্তিগত জীবন ও স্বাস্থ্য বিমার উপর থেকে জিএসটি মকুব করা হয়েছে। টিভি, এসি, ছোট গাড়ি, ৩৫০ সিসি-র নীচে বাইকের দাম কমছে। এই পণ্যগুলিতে ১৮ শতাংশ জিএসটি ধার্য করা হয়েছে। কীটনাশকের উপর জিএসটি ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে করা হয়েছে। ফলে দাম কমবে উপকৃত হবেন কৃষকরা।