পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : নবম-দশমের পর রবিবার রাজ্য জুড়ে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হল নির্বিঘ্নে।যোগ্যদের তালিকায় নাম থাকা সত্ত্বেও ফের দ্বিতীয়বার পরীক্ষায় বসা প্রসঙ্গে বলতে গিয়ে সঙ্গীতা সাহার অভিযোগ। নিয়ম মেনে সবই স্বচ্ছতার সাথে পরীক্ষা হলেও অস্বচ্ছতা হয়ে যাচ্ছে অফিসের ভেতরে ।

মেদিনীপুর শহরের রাধামাধবজি হাই স্কুলে এসএসসির পরীক্ষা দিতে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এর আরও একবার রাজ্য সরকার বিরুদ্ধে তোপ দাগলেন সঙ্গীতা সাহা। ফের আরও একবার বিচার ব্যবস্থা ও প্রশাসনিক ব্যবস্থার দিকে আঙুল তুললেন তিনি । পাশাপাশি প্রতিবাদ জানিয়ে যোগ্য শিক্ষক শিক্ষিকারা এদিন কালো পোশাক পরেই পরীক্ষা দিতে ঢোকেন ।অন্যদিকে আরো এক যোগ্য শিক্ষকের তালিকায় নাম থাকা কৃষ্ণগোপাল চক্রবর্তীর অভিযোগ পরীক্ষা দিলেও দাবিতে তারা অনড় । আন্দোলন এখনো শেষ হয়ে যায়নি লড়াই জারি থাকবে । সুপ্রিম কোর্টে যাওয়ার এখনো জায়গা রয়েছে, আমরা রিভিউ পিটিশন এর জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানাবো ।