Skip to content

মেদিনী কথাচর্চা সংগঠনের উদ্যোগে গল্প পাঠ ও গল্প নিয়ে আলোচনা সভা!

1 min read

নিজস্ব সংবাদদাতা : খড়গপুর শহরের রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটি সভাকক্ষে মেদিনী কথাচর্চা সংগঠনের উদ্যোগে গল্প পাঠ ও গল্প নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হল। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক সুশান্ত চক্রবর্তী। গল্প পাঠ করেন মোট ২৪জন গল্পকার।

সেই গল্পগুলো নিয়ে আলোচনা করেন বিশিষ্ট সাহিত্যিকরা।অবিভক্ত মেদিনীপুর জেলা দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার গদ্যকার নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উপস্থিত ছিলেন সুনীল মাজি,,কমলেশ নন্দ,সুকুমার রুজ, ড. মধুপ দে,বীরেন শাসমল, বিপ্লব বিশ্বাস, অরিন্দম গোস্বামী,বেবী সাউ, চরণ মাণ্ডি বিশ্বজিৎ অধিকারী,তরুণ গোস্বামী ,জয়ন্তী রায় ও মিঠু মন্ডল,অভিষেক রায় প্রমুখ । মেদিনী কথাচর্চার অন্যতম সংগঠক নরেশ জানা বলেন, 'এই সেলফোনের যুগে মানুষের কল্পনা শক্তি হ্রাস পাচ্ছে কারণ সবই রেডিমেড হিসেবে হাজির হচ্ছে। গল্প চর্চাই পারে মানুষের কল্পনা শক্তিকে বাড়াতে।

আমরা চাই বিদ্যালয়, কলেজ স্তরের ছাত্রছাত্রীদের মধ্যে সৃজনশীল গল্প লেখার চর্চার পরিসর আরও বিকশিত হোক। যে কারণে কলেজ বিশ্ববিদ্যালয় স্তরে আমরা গল্প লেখার প্রতিযোগিতা শুরু করতে চলেছি।'

মেদিনী কথাচর্চার উদ্দেশ্য তরুণ প্রজন্মকে কথা চর্চার প্রতি আকৃষ্ট করা।

Latest