Skip to content

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দুটো নিরীহ প্রাণীর!

পশ্চিম মেদিনীপুর অপূর্ব মজুমদার : ঘটনাটি ঘটেছে খড়্গপুর শহরে মালঞ্চ রোডে ষ্টার লজ এর উল্টো দিকে ৷ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দুটো নিরীহ প্রাণীর ৷ স্থানীয় সূত্রে খবর, খড়্গপুর শহরে মালঞ্চ রোডে ষ্টার লজ সামনে ইলেকট্রিক পোষ্টের অঢাকা তারের শক লেগে দুটো নিরীহ গরুর মৃত্যু হল ৷ জানা গিয়েছে গত ৩বছর আগে মালঞ্চা রোডের অতুলমণি স্কুলের সামনে একটি গরু ইলেকট্রিক পোষ্টের থেকে বেরিয়ে থাকা চালু লাইনের তারে শক লেগে মারা গিয়েছিলো। এইভাবে একাধিক নিরীহ প্রাণীর মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়৷

Latest