Skip to content

সুবর্ণরেখা নদীতীরে অনুষ্টিত হলো সুবর্ণরেখা কবিতা উৎসব!

1 min read

নিজস্ব সংবাদদাতা :  ১৪ই ডিসেম্বর রবিবাসরীয় ছুটির দিনে কবিতা উৎসব বসেছিলো দাঁতনের সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত বেলমূলা গোল্ডেন ইকো পার্কে। চতুর্থ বর্ষের সুবর্ণরেখা কবিতা উৎসব হয়ে গেলো সুবর্ণরেখা নদীর চরে। প্রতিকথা সাহিত্য পত্রিকার উদ্যোগে ছিলো এই আয়োজন।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে কবি, লেখকেরা উপস্থিত ছিলেন। কবিতা পাঠের পাশাপাশি হয়েছে গান। এদিন প্রতিকথা পত্রিকার ৩১তম বর্ষ সংখ্যা প্রকাশিত হয়েছে। প্রকাশ করেছেন জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট মৃদুল শ্রীমানী সহ অন্যান্যরা।

এদিনের অনুষ্ঠানের সঞ্চালনা করেন সন্তু জানা। প্রতিকথা পত্রিকার সম্পাদক বীরুপাক্ষ পণ্ডা বলেন, কবি ও লেখকদের নিয়ে কবিতার উৎসব এবারে চতুর্থ বর্ষে পড়েছে। আমাদের নদীর নামেই এই উৎসব। জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক কবি ও লেখকেরা এসেছিলেন।

Latest