Skip to content

"শুভ নববর্ষ ১৪৩১"

পরিবারের সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।নতুন বছরে সকলের মনে শান্তি আসুক..সুখ সমৃদ্ধিতে ভ'রে উঠুক সকলের জীবন।শুভ নববর্ষ ১৪৩১ কে স্বাগত জানাতে প্রস্তুত বাঙালি। পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, বাঙালির কাছে এই দিনটি ভোলা অসম্ভব। বাঙালির নববর্ষ মানেই নতুন জামা, হালখাতা, মিষ্টিমুখ, পরিবারের সঙ্গে খাওয়া-দাওয়া এক জমজমাট অনুষ্ঠান। সবাই একসঙ্গে ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই বছর নতুন শান্তি, নতুন সুখ, নতুন আশা নিয়ে ভরে উঠুক সকলের জীবন। শুভ নববর্ষ ১৪৩১!

Latest