Skip to content

পূর্ব মেদিনীপুর জেলা শাসক দপ্তরে আইন অমান্য কর্মসুচি পালন করলো SUCI!

পূর্ব মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : আর জি করে অভয়ার মৃত্যুর ঘটনা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের উপর শিক্ষামন্ত্রীর গাড়ি চালানো সহ SUCI ছাত্রছাত্রীদের আন্দোলনে পুলিশের অত্যাচার, এক ধাক্কায় সুপ্রিম কোর্টের রায়ে ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল, কোতোয়ালি থানায় আন্দোলনকারী গবেষক ছাত্রীদের উপর পুলিশী নির্মম অত্যাচারের বিচার,শিক্ষা-স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি বন্ধ সহ কৃষকের ফসলের ন্যায্য দাম সুনিশ্চিত,জেলার বন্যা প্রতিরোধ ও জলনিকাশি সমস্যার স্থায়ী সমাধান,আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় বাণিজ্য চালু,প্রিপেড স্মার্ট মিটার বসানো বন্ধ,রাজস্ববৃদ্ধির অজুহাতে কোথাও নুতন করে মদের দোকান চালু না করা প্রতিবাদে সারা রাজ্যের সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলাশাসক দপ্তরে আইন অমান্য কর্মসুচি পালন করলো SUCI। জেলার বন্যা প্রতিরোধ ও জলনিকাশি সমস্যার স্থায়ী সমাধান,আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় বাণিজ্য চালু,প্রিপেড স্মার্ট মিটার বসানো বন্ধ,রাজস্ববৃদ্ধির অজুহাতে কোথাও নুতন করে মদের দোকান চালু না করা,কাঁথির জুনপুটে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র বন্ধ সহ হরিপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাতিল প্রভৃতি দাবিতে আজ ৩ রা এপ্রিল এস ইউ সি আই (কমিউনিস্ট)দলের আহ্বানে পূর্ব মেদিনীপুর জেলা শাসক দপ্তরে আইন অমান্যের কর্মসূচিতে দলের ছাত্র-যুব-মহিলা কর্মী -সমর্থক সহ সহস্রাধিক মানুষ সামিল হন। কর্মসূচির পূর্বে নিমতৌড়ি মোড়ে এক বিক্ষোভ সভাও অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা উত্তর ও দক্ষিণ সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক প্রণব মাইতি অশোক তরু প্রধান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের সম্পাদক মন্ডলীর সদস্য কমল সাঁই। পরে অশোক তরু প্রধান,প্রণব মাইতি,জ্ঞানানন্দ রায়,উৎপল প্রধান,সুব্রত দাস,নারায়ন চন্দ্র নায়ক,তমাল সামন্ত,চিন্ময় ঘোড়ই প্রমূখের নেতৃত্বে আইন অমান্যকারীদের এক সুসজ্জিত মিছিল নিমতৌড়ির বিভিন্ন রাস্তা পরিক্রমা করে জেলা শাসক দপ্তরে আইন অমান্য করতে যান। দুপুর থেকেই জেলা শাসক দপ্তরের মেনগেটে ব্যাপক পুলিশ মোতায়ন করা হয় এবং আইন অমান্যকারীদের জন্য দুটি কর্ডন করা হয়। আইন অমান্যকারীদের দীপ্ত মিছিল পুলিশের তৈরি করা ১ম কর্ডন ভেঙে দ্বিতীয় কর্ডন ভাঙতে চাইলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেঁধে যায়। ওই যে আইন আইনেরর রক্ষক রাই ভাঙছে সেই আইন ৪ জন আইন অমান্যকারী আহত হন। ধস্তাধস্তির পর ১২৩৭ জন আইন অমান্যকারীকে পুলিশ গ্রেপ্তার করেন। এরপর একজিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক সরকার আইন অমান্যকারীদের ব্যক্তিগত বন্ডে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন।

Latest